বাসস
  ০১ মার্চ ২০২৩, ১১:৫২

যুব গেমস : বাস্কেটবল তারুণী বিভাগে সেমিতে রংপুর, ঢাকা

ঢাকা, ১ মার্চ ২০২৩(বাসস) :  বাংলাদেশ অলিম্পিক  এসোসিয়েশন (বিওএ)  আয়োজিত  শেখ কামাল  ২য় বাংলাদেশ যুব  গেমসের বাস্কেটবল তরুণী  বিভাগে আজ
রংপুর  ৩১-১৯ পয়েন্ট রাজশাহী বিভাগকে হারিয়ে ‘এ’গ্রুপ চ্যাম্পিয়ন  হয়ে সেমিফাইনালে উঠেছে।
দিনের ২য় খেলায় ঢাকা বিভাগ ৩২-১৪ পয়েন্টে ময়মনসিংহকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল ১ম সেমিফাইনালে খুলনা বিভাগের মুখমুখি হবে চট্টগ্রাম এবং ২য় সেমিফাইনালে ঢাকা লড়বে রংপুরের বিপক্ষে।