শিরোনাম
ঢাকা, ১ মার্চ, ২০২৩ (বাসস) : শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে আজ মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কারাতে ডিসিপ্লিনের পদকের লড়াই সকাল ১০টায় শুরু হয়েছে। আজ তরুণ ও তরুণী এই দ্ইু বিভাগে একক কাতার ইভেন্ট রয়েছে। কুমিতে তরুণ বিভাগে ৪৫ ও ৫০ কেজি এবং তরুণী বিভাগে ৪০ ও ৪৫ কেজি ওজন শ্রেনীর খেলা রয়েছে। এছাড়া তরুণ বিভাগে ৫৫ ও ৬০ কেজি এবং তরুণী বিভাগে ৫০ কেজি ও ৫৫ কেজির খেলা সম্পন্ন হবে।
আগামীকাল শেষ দিন কুমিতে তরুণ বিভাগে -৬৭ কেজি ও -৭০ কেজি এবং তরুণী বিভাগের -৬১ কেজি ও -৬৮ কেজির খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া তরুণ বিভাগে -৭৫ কেজি ও +৭৫ কেজি এবং তরুণী বিভাগে +৬৮ কেজির খেলার স্বর্ণ পদকের নিষ্পত্তি হবে। তরুণ ও তরুণী বিভাগে ১৬টি ইভেন্টে মোট ২৫৬ খেলোয়াড় ১৬টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জ পদকের জন্য লড়ছেন।