বাসস
  ০৩ মার্চ ২০২৩, ১২:৫২
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:২৩

যুব গেমস: আরচারিতে রাজশাহীর আধিপত্য

ঢাকা, ৩ মার্চ, ২০২৩ (বাসস):  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল  ২য় বাংলাদেশ  যুব গেমসে  আরচারি  তরুণ রিকার্ভ একক ইভেন্টে রাজশাহী বিভাগের সাগর ইসলাম স্বর্ন পদক জয় করেছেন।  একই বিভাগের আব্দুর রহমান আলিফকে ৬-৪ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ  পদক জয় করেন  সাগর। 
বালিকা রিকার্ভ একক ইভেন্টে খুলনা বিভাগের জ্যোতি রানী  ৭-১ ব্যবধানে রাজশাহী বিভাগের উর্মি খাতুনকে পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।
বালক রিকার্ভ দলগত ইভেন্টে  রাজশাহী বিভাগ (আব্দুর রহমান আলিফ, রিয়াদ আহমেদ, সাগর ইসলাম) ৬-০ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে((মাহমুদুল আলম রাফি, মোস্তাকিন অমি, নিলয় মোল্লা) ব্যবধানে পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।
বালিকা রিকার্ভ দলগত ইভেন্টে খুলনা বিভাগ(জ্যোতি রানী, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আখতার জ্যোতি) ৫-১ স্কোর ব্যবধানে  ঢাকা বিভাগকে (সুমাইয়া সুলতানা বীথি, ফাহমিদা সুলতানা নিশা, সুমাইয়া আক্তার) পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।  
মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে চট্টগ্রাম(ইউ মাই চিং মারমা, আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি)৬-২ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে (ফাহমিদা সুলতানা নিশা, নিলয় মোল্লা) পরাজিত করে  স্বর্ণ  পদক জয় করে।