বাসস
  ০৪ মার্চ ২০২৩, ১৬:৩৪

যুব গেমস: চট্টগ্রামের  শ্রেষ্ঠত্বের  মধ্য দিয়ে শেষ হলো উশু

ঢাকা, ৪ মার্চ, ২০২৩ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসাসিয়েশন(বিওএ) আংয়াজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ উশুতে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগ। শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ ডিসিপ্লিনের খেলা শেষে চট্টগ্রাম ৫ স্বর্ণ, ৩ রুপা ও ৬ ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। ৫ স্বর্ণ, ৩ রুপা ও ৩ ব্রোঞ্জ জিতে দলগতভাবে দ্বিতীয় হয়েছে খুলনা বিভাগ। ২ স্বর্ণ, ৫ রুপা ও ৬ ব্রোঞ্জ জিতে রাজশাহী বিভাগ তৃতীয় হয়েছে। রংপুর বিভাগ ১ স্বর্ণ ও ৩ রুপা জিতে চতুর্থ, ঢাকা ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ জিতে পঞ্চম, সিলেট ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জ জিতে ষষ্ঠ, ময়মনসিংহ ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে সপ্তম এবং বরিশাল বিভাগ ১ রুপা ও ২ ব্রোঞ্জ জিতে অষ্টম হয়।