বাসস
  ০৭ মার্চ ২০২৩, ১৭:৪১

দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মার্করাম 

জোহানেসবার্গ, ৭ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হলেন আইডেন মার্করাম। 
মার্করামকে অধিনায়ক করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 
তেম্বা বাভুমার স্থলাভিষিক্ত হয়েছেন মার্করাম। টেস্টের অধিনায়ক হয়ে গেল মাসে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়েন বাভুমা। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর  সংক্ষিপ্ত ভার্সনের দল থকে বাদ পড়েছেন বাভুমা। 
২০১৪ সালে মার্করামের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার নতুন ঘরোয়া টুর্নামেন্টে এসএ টি-টোয়েন্টি লিগে মার্করামের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ। এজন্যই মার্করামের উপর আস্থা রেখে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছেন নির্বাচকরা। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে নেতৃত্ব দিবেন মার্করাম। 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষনা করেছে সিএসএ। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দুই পেসার এনরিচ নর্টি ও কাগিসো রাবাদাকে। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তারা। 
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি, দুই ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। টি-টোয়েন্টি দলে না হলেও ওয়ানডে স্কোয়াডে আছেন স্পিনার কেশব মহারাজ। সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না মার্করাম, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন, মার্কো জানসেন ও ওয়েন পারনেল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন তারা। 
এদিকে, পাকাপাকিভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হয়েছেন  জেপি ডুমিনি ও অস্থায়ীভাবে বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ররি ক্লেনভেল্ট। 
আগামী ১৬ মার্চ থেকে ওয়ানডে ও ২৫ মার্চ থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। 
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্ডা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রৌশো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রিজা হেনড্রিকস, সিসান্ডা মাগালা, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকুওয়াও, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ফন ডার ডুসেন। 
শুধুমাত্র তৃতীয় ওয়ানডের জন্য - আইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন, মার্কো জানসেন ও ওয়েন পারনেল।