বাসস
  ০৯ মার্চ ২০২৩, ১৮:৫৭

কাল তুর্কমেনিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ

ঢাকা, ৯ মার্চ ২০২৩ (বাসস) : এএফসি অনুর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে আগামীকাল শুক্রবার তুর্কমেনিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
একই ভেন্যুতে ইরানের বিপক্ষে বাংলাদেশ গ্রুপের অন্য ম্যাচটি খেলবে আগামী ১২ মার্চ রোববার। তিন দলের মধ্যে সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। 
ইতোমধ্যে গতকাল বুধবার গ্রুপ বাছাইপর্বের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়ে উড়ন্ত সুচনা করেছে ইরান। 
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের প্রতি পুর্ন আস্থা রেখে বলেছেন, এএফসি অ-১৬ পর্যায়ে দুই বার শীর্ষ পর্যায়ে খেলেছে তারা। অ-২০ এর ক্ষেত্রেও তেমনটা আশা করছেন।
ভারত ও নেপালের নারী খেলোয়াড়দের শারীরিক গঠনের সাথে ইরান আর তুর্কমেনিস্তানের নারীদের মিল আছে। লম্বায় তারা এগিয়ে থাকলেও ফিটনেস এবং নিজেদের মাঠে খেলার কারণে স্বাগতিক মেয়েরা এগিয়ে থাকবে বলে মনে করেন ছোটন।
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে (১৪০তম) অনেকটাই এগিয়ে রয়েছে ইরান (৬৮তম)। তুর্কমেনিস্তানের অবস্থানও বাংাদেশের চেয়ে তিন ধাপ উপরে (১৩৭তম)।