বাসস
  ০৯ মার্চ ২০২৩, ১৯:৩৯

টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরি বাংলাদেশের

চট্টগ্রাম, ৯ মার্চ ২০২৩ (বাসস) : আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এটি টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের ৫০তম জয়।
২০০৬ সালের ২৮ নভেম্বর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচটি ৪৩ রানে জিতেছিলো টাইগাররা।
১৪৫ ম্যাচে জয়ের হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশ। এরমধ্যে ৯২টিতে হার ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয় টাইগারদের।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় আছে বাংলাদেশের। ২০ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে টাইগাররা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান :
বিপক্ষ দল    ম্যাচ    জয়    হার
আফগানিস্তান    ৯    ৩    ৬
অস্ট্রেলিয়া    ১০    ৪    ৬
ইংল্যান্ড    ২    ১    ১
হংকং    ১    ০    ১
ভারত    ১২    ১    ১১
আয়ারল্যান্ড    ৫    ৩    ১
কেনিয়া    ১    ১    ০
নেপাল    ১    ১    ০
নেদারল্যান্ডস    ৪    ৩    ১
নিউজিল্যান্ড    ১৭    ৩    ১৪
ওমান    ২    ২    ০
পাকিস্তান    ১৮    ২    ১৬
পাপুয়া নিউ গিনি    ১    ১    ০
স্কটল্যান্ড    ২    ০    ২
দক্ষিণ আফ্রিকা    ৮    ০    ৮
শ্রীলংকা    ১৩    ৪    ৯
আরব আমিরাত    ৩    ৩    ০
ওয়েস্ট ইন্ডিজ    ১৬    ৫    ৯
জিম্বাবুয়ে    ২০    ১৩    ৭