বাসস
  ১০ মার্চ ২০২৩, ১৮:৩৭

খাজার পর গ্রিনের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

আহমেদাবাদ, ১০ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ওপেনার উসমান খাজার পর ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান  অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। খাজা-গ্রিনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৮০ রান করেছে অস্ট্রেলিয়া। খাজা ১৮০ ও গ্রিন ১১৪ রান করেন। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৬ রান করেছে ভারত। ১০ উইকেট হাতে নিয়ে ৪৪৪ রানে পিছিয়ে ভারত।
সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০৪ রানে অপরাজিত ছিলেন খাজা। তার সঙ্গী গ্রিনের সংগ্রহ ছিলো ৪৯।
দ্বিতীয় দিনের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন খাজা ও গ্রিন। অবিচ্ছিন্ন থেকে দিনের প্রথম সেশন পার করে দেন তারা। খাজা ১৫০ ও গ্রিন ৯৫ নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনে ২০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান গ্রিন।
সেঞ্চুরির পর নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি গ্রিন। ব্যক্তিগত ১১৪ রানে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^নের বলে আউট হন গ্রিন। ১৭০ বল খেলে ১৮টি চার মারেন তিনি। পঞ্চম উইকেটে খাজা-গ্রিন ৩৫৮ বলে ২০৮ রান যোগ করেন।
গ্রিন ফিরলেও ডাবল-সেঞ্চুরির পথে ছিলেন খাজা। ১৮০ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেন তিনি। বিরতি থেকে ফেরার পর তৃতীয় সেশনের প্রথম ডেলিভারিতে আউট হন খাজা। স্পিনার অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোর আউট হন ১৮০ রান করা খাজা। ৪২২ বল খেলে ২১টি চার মারেন তিনি।
৪০৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে খাজার আউটের পর লোয়ার-অর্ডারে নাথান লিঁও ও টড মারফি ৭০ রান যোগ করেন। লিঁওকে ৩৪ ও মারফিকে ৪১ রানে আউট করে অস্ট্রেলিয়াকে ৪৮০তে গুটিয়ে দেন অশি^ন। ৯১ রানে ৬ উইকেট নেন অশি^ন। ৯২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩২তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন অশি^ন। পেসার মোহাম্মদ সামি ২টি, রবীন্দ্র জাদেজা-প্যাটেল ১টি করে উইকেট শিকার করেন।
দিনের শেষ বেলায় ১০ ওভার ব্যাট করে ৩৬ রান তোলেন  ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ১৭ ও গিল ১৮ রানে অপরাজিত আছেন।