বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৫৬

ব্যয়বহুল প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে লা লিগা, সিরি-এ চ্যাম্পিয়ন্স লিগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে : আনচেলত্তি

মাদ্রিদ, ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে ম্যানচেস্টার সিটি শিরোপা দৌঁড়ে অন্যতম ফেবারিট, এমন আলোচনায় মোটেই চিন্তিত নন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। বরং তিনি বিশ্বাস করেন ট্রান্সফার মার্কেটে বিপুল অর্থ ব্যয় করা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে সমান তালে পাল্লা দিয়ে এখনো চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করে যাচ্ছে স্প্যানিশ ও ইতালিয়ান ক্লাবগুলো। 
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম রেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে পরাজিত করেছে সিটি। আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে পথে অনেকটাই এগিয়ে গেছে আনচেলত্তির মাদ্রিদ। 
গত নয় মৌসুমে মাদ্রিদ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। এর মধ্যে গত বছর ফাইনালে প্যারিসে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছিল মাদ্রিদ। এদিকে সিটি এখনো ইউরোপীয়ান ফুটবলের শিরোপা জিততে পারেনি। এবারের মৌসুমে সিটি শিরোপা জয়ের দৌড়ি ফেবারিট কিনা এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘এটা আমাকে ভাবায় না। ইংলিশ ফুটবলে এমন কিছু দল রয়েছে যারা ভালই প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা খুবই শক্তিশালী। যে কারনে তারাও যে ফেবারিট হতে পারে এই বিষয়টি আমাকে বিস্মিত করে না। কিন্তু ইউরোপে আমরা ভিন্ন চিত্র দেখি। গত বছর স্প্যানিশ ফুটবলের দুটি দল (রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে। এ বছর ইতালির তিনটি দল (এসি মিলান, নাপোলি ও ইন্টার মিলান) কোয়ার্টার ফাইনালে খেলছে।’
প্রিমিয়ার লিগের প্রতিপক্ষদের বিপক্ষে মাদ্রিদের রেকর্ড খুবই ভাল। গত বছর চেলসি, সিটি ও লিভারপুলকে হারানোর পর এ বছর শেষ ষোলতে লিভারপুলকে বিদায় করেছে। আনচেলত্তি বলেন, ‘ইউরোপীয়ান ফুটবল অনেক বেশী প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ইংলিশরা সবসময়ই মনে করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগ তাদের দেশেই খেলা হয় এবং এটা অন্য যেকোন লিগের তুলনায় বেশী আকর্ষণীয়। কিন্তু তার যখন ইউরোপে অন্য লিগের দলগুলোর বিরুদ্ধে খেলতে আসে তখন বাস্তবতা বোঝা যায়। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর তুলনায় কম অর্থ ব্যয় করেও স্প্যানিশ ক্লাবগুলোর মত অন্যান্য আরো কিছু ক্লাব সবসময়ই তাদেরকে ছাড়িয়ে যায়।’
আনচেলত্তি আরো বলেছেন, মাদ্রিদের ইন-ফর্ম উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র ও সিটির আর্লিং হালান্ডের মধ্যে তুলনার কিছু নেই, তারা দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। 
ইতালিয়ান কোচ আরো বলেছেন ব্রাজিলের জাতীয় দলের সাথে তাকে জড়িয়ে গুঞ্জন থাকলেও আগামী মৌসুমে বার্নাব্যুতে থাকার আশা করছেন তিনি। রিয়ালের সাথে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত রয়েছে। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আমাকে ধরে রাখতে চায়। সবসময়ই তার সাথে আমার সুসম্পর্ক ছিল এবং এখনো আছে। আমি নিশ্চিত আগামী মৌসুমেও আমি এখানেই থাকবো। কারন আমি আমার চুক্তিকে শ্রদ্ধা করি।’