শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ম্যাকসুয়েনি

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:১৩

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : শ্রীলংকা সফরে স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া টেস্ট দলে পুনরায় ডাক পেয়েছেন ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনি। এছাড়া স্পিন নির্ভর টেস্ট দলটিতে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন অল রাউন্ডার কুপার কনোলি।

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় সন্তানের জন্মের কারণে এই দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সতীর্থ আরেক ফাস্ট বোলার জোস হ্যাজেলউডকে কাফ ইনজুরির কারণে বিশ্রাম দেয়া হয়েছে।

১৬ সদস্যের দলে জায়গা হয়নি সম্প্রতি দল থেকে বাদ পড়া মিচেল মার্শের।

টপ অর্ডারে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে প্রথম তিন ম্যাচের পরেই ম্যাকসুয়েনি বাদ পড়েছিলেন। তার জায়গায় ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের অভিষেক হয়।

আগামী ২৯ জানুয়ারি থেকে গলে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে এই দু’জনকেই দলে রাখা হয়েছে।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ন্যাথান লিঁওর সাথে টেস্ট দলে আরো যোগ দিচ্ছেন ম্যাট কুনেমান ও টড মার্ফি।

২১ বছর বয়সী কনোলি টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন। নির্বাচক প্যানেল অবশ্য দলে শ্রীলংকার টার্নিং পিচে বাড়তি একটি স্পিনার হিসেবে কনোলির বাঁ-হাতি অফস্পিন বোলিংকেও মাথায় রেখেছেন।

নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘ভিন্ন একটি কন্ডিশনে শ্রীলংকায় টেস্ট ম্যাচ খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। উইকেটের উপর নির্ভর করে প্রতি ম্যাচে মূল একাদশে পরিবর্তন আসতে পারে। দলে সেই ধরনের ভিন্নতা রয়েছে।’

সিডনিতে ভারতের বিপক্ষে শেষ টেস্টে দারুণ অভিষেকের পর অল-রাউন্ডার বো ওয়েবস্টার মার্শের স্থানে দলে জায়গা ধরে রেখেছেন। বিদেশের মাটিতে নির্বাচকরা অপেক্ষাকৃত তরুণ দলের উপর আস্থা রাখতে চাইছে। তারই ধারাবাহিকতায় নতুনদের উপরই প্রাধান্য দেয়া হয়েছে।

এ সম্পর্কে বেইলি বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে নিজেদের টেস্ট ক্যারিয়ার শুরু করতে যাওয়া দলীয় সদস্যদের সুযোগ করে দেয়ার জন্য আমরা মুখিয়ে আছি। ভবিষ্যতে এই ধরনের কন্ডিশনে আমাদের বেশ কিছু সফর রয়েছে।’

সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, সিন এ্যাবট, স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, জস ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেমান, মারনাস লাবুশানে, ন্যাথান লিঁও, ন্যাথান ম্যাকসুয়েনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০