বাসস
  ১৬ জুন ২০২৩, ১২:২৯
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৪:২৬

শান্তর টানা দ্বিতীয় সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

ঢাকা, ১৬ জুন ২০২৩ (বাসস) :  ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শান্তর সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর্যন্ত ২ উইকেটে ২৫৫ রান করেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ৪৯১ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ২৩৬ রানের লিড পেয়েছিলো টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান করেছিলো বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৭০ রানের বড় ব্যবধানে এগিয়ে ছিলো টাইগাররা। জাকির হাসান ও শান্ত সমান ৫৪ রানে অপরাজিত ছিলেন।
আজ, তৃতীয় দিন প্রথম সেশনে ব্যক্তিগত ৭১ রান করে রান আউট হন জাকির। দ্বিতীয় উইকেটে শান্তর সাথে ১৯৯ বলে ১৭৩ রান যোগ করেন জাকির।
এরপর মোমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে ৮১ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন শান্ত। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান শান্ত। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
মোমিনুলের পর বাংলাদেশের পক্ষে একই টেস্টে দুই  ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শান্ত। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মোমিনুল।
বিরতিতে যাবার আগে ১৪টি চারে ১৩৩ বলে অপরাজিত ১১২ রান করেন শান্ত। ৬টি চারে ৫২ বলে ৪৩ রানে অপরাজিত আছেন মোমিনুল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ ও আফগানিস্তান ১৪৬ রান করেছিলো।