বাসস
  ১৯ জুন ২০২৩, ১৪:৩১

এবার সৌদি আরবে যাচ্ছেন উল্ফস অধিনায়ক রুবেন নেভেস

লন্ডন, ১৯ জুন ২০২৩ (বাসস/এএফপি) : সৌদি আরবের লিগে এবার যোগ দিচ্ছেন উল্ফস অধিনায়ক রুবেন নেভেস। পর্তুগীজ এই মিডফিল্ডার ৪৭ মিলিয়ন পাউন্ডে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন বলে স্কাই স্পোর্টস ও বিবিসি রিপোর্ট করেছে।
নেভেসের সাথে উল্ফসের বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি ছিল। ক্লাব রেকর্ড ফি’তে তিনি আল হিলালে যাচ্ছেন বলে রিপোর্টগুলো দাবী জানিয়েছে।
সম্প্রতি বেশ কয়েকজন বিশ্বমানের তারকাকে দলে ভিড়িয়ে তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। জানুয়ারিতে সর্বপ্রথম সৌদি প্রো লিগে আল নাসরেতে যোগ দেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনাল্ডো পদাঙ্ক অনুসরণ করে এ মাসের শুরুতে করিম বেনজেমাও সৌদির পথ ধরেন। এসবই প্রমান করে ইউরোপ ভিত্তিক আরো অনেক খেলোয়াড়ের ঠিকানা হতে পারে আকর্ষনীয় বেতনের সৌদি লিগ।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তেকে নিয়ে গুঞ্জন রয়েছে চেলসির সাথে চুক্তি নবায়ন না করে আল-ইত্তিহাদে বেনজেমার দলে তিনি যোগ দিচ্ছেন।
যদিও এখন পর্যন্ত সৌদি পেশাদার লিগে যাওয়া প্রায় সকলেই ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন। তবে এক্ষেত্রে নেভেস কিছুটা ব্যতিক্রম। ২৬ বছর বয়সী নেভেসের সামনে এখনো অনেক সময় পড়ে আছে। পোর্তোর এই মিডফিল্ডারকে দলে পেতে বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে। তবে সৌদির আকর্ষণীয় প্রস্তাব উল্ফসের অর্থনৈতিক চাপকে কিছুটা হলেও সহজ করবে। গত এক বছর ধরে ট্রান্সফার মার্কেটে ১৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে প্রিমিয়ার লিগের ট্রান্সফার আইন ভঙ্গের অভিযোগ এড়িয়ে যেতে উল্ফস চাপে রয়েছে। যে কারনে এখন তাদের সামনে খেলোয়াড় ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
২০১৭ সালে উল্ফসে আসার পর নেভেস ২৫৩ ম্যাচে ৩০ গোল করেছেন। তার নেতৃত্ব চ্যাম্পিয়নশীপ থেকে এক বছর পরে আবারো প্রিমিয়ার লিগে উন্নীত হয় উল্ফস। এরপর টানা দুই বছর টেবিলের সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে। ২০২০ সালে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছে উল্ফস। কিন্তু গত মৌসুমে সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়ে টেবিলের ১৩তম স্থানে থেকে লিগ শেষ করে।