শিরোনাম
বার্সেলোনা, ১৯ জুন ২০২৩ (বাসস/এএফপি) : কিলিয়ান এমবাপ্পের জন্য ম্যানচেস্টার সিটি ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ধর্না দেবেন না বলে ইঙ্গিত করেছেন পেপ গার্দিওলা।
সোমবার স্পেনের একটি গলফ টুর্নামেন্টে স্থানীয় জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের দিকে ইঙ্গিত করে সিটি কোচ বলেন ‘আপনারা জানেন তিনি কোথায় যেতে চান’।
২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ এমবাপ্পে তার ক্লাবকে বলে দিয়েছেন আর মাত্র একটি মৌসুম সেখানে কাটাবেন। এরপর তিনি আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। এর অর্থ হচ্ছে আগামী গ্রীষ্মে বিনা ট্রান্সফারে তিনি লিগ ওয়ানের ক্লাবটি ছেড়ে যাবেন।
গত গ্রীষ্মে লস রিয়াল মাদ্রিদ ২৪ বছর বযসি এমবাপ্পেকে দলে ভেড়ানোর চেস্টা করলেও প্যারিসেই থেকে যাবার সিদ্ধান্ত নেন তিনি। নিজ বাসস্থান কাতালানিয়ার এম্পোর্ডায় লিজেন্ট ট্রফি টুর্নামেন্টে গিয়ে গার্দিওলা আরো বলেন, মিডফিল্ডার ইলকি গুন্ডোগানকে নিয়ে তার সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে লড়াই করছে সিটি। জার্মান ওই মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং গার্দিওলা চান তাকে রেখে দিতে। কিন্তু বার্সেলোনা চায় তাকে লা লিগায় ফেরাতে।
সদ্য সমাপ্ত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ী কোচ গার্দিওলা বলেন,‘ আমি জানি বার্সেলোনা ( গুন্ডোগানের প্রতি) আগ্রহী। সিটিরও আগ্রহ আছে। আমার আশা তিনি আমাদের সঙ্গেই থাকবেন। তিনি যদি বার্সায় যান, তাহলে সেটি হবে বিশেষ একটি চুক্তি। আমরা তাকে রেখে দেয়ার জন্য লড়াই করছি।
আমি জানি বার্সা তাকে চায়। এজন্য জাভি (কোচ জাভি হার্নান্দেজ) আমাকে অনেকবার ফোন করেছে। আমি তাকে বলেছি, তিনি যদি বার্সায় চুক্তিবদ্ধ হন তাহলে আমি তাকে বলব সেখানে দারুন একটি সময় তার জন্য অপেক্ষা করছে।’