বাসস
  ২০ জুন ২০২৩, ২১:০৬

রাজার সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় জিম্বাবুয়ের

হারারে, ২০ জুন ২০২৩ (বাসস) : সিকান্দার রাজার বিধ্বংসী সেঞ্চুরিসহ অলরাউন্ড নৈপুন্যে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।
আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৫৪ বলে অপরাজিত ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। বল হাতে নেন  ৪ উইকেট।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ১২২ বলে ১২০ রানের জুটি গড়েন বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’দাউদ। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে থামেন। দাউদ ৫৯ ও বিক্রমজিত ৮৮ রানে আউট হন।
মিডল অর্ডারে ৭২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শেষদিকে সাকিব জুলফিকার ৩১ বলে ৩৪ রান করলে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের রাজা ৪টি ও রিচার্ড এনগারাভা ২টি উইকেট নেন।
জয়ের জন্য ৩১৬ রানের জবাবে দলের জয়ের ভিত গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও তিন নম্বরে নামা সিন উইলিয়ামস। আরভিন ৫০ রানে থামলেও ৫৮ বলে ৯১ রান করে থামেন উইলিয়ামস। উইলিয়ামস থামলেও ব্যাট হাতে মারমুখী ছিলেন রাজা। ৪১তম ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ৬টি চার ও ৮টি ছক্কায় ৫৪ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ সেরাও হন রাজা।
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিলো জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেল নেদারল্যান্ডস।