বাসস
  ২৪ জুন ২০২৩, ১৬:৫৫

লর্ডস টেস্টে ইংল্যান্ড জিতবে : ক্রলি

লন্ডন, ২৪ জুন ২০২৩ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তার দল  ১৫০ রানে জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ড  ওপেনার জ্যাক ক্রলি। বার্মিংহামের এডজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে হার মানে ইংলিশরা। তার মতে, লর্ডসের উইকেট তার দলের জন্য অনেক বেশি সহায়ক হবে। এই ভেন্যুতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে ইংল্যান্ড। এজন্য লর্ডসে ইংল্যান্ডই জিতবে।
গত কয়েক বছরে বহু গুনে বদলে গেছে ইংল্যান্ডের ক্রিকেট। ‘বাজবল’- তত্ত্বে আগ্রাসী পারফরমেন্সে প্রতিপক্ষকে হারাতে বেগ পেতে হচ্ছে না তাদের। এবারও অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পন্থা অবলম্বনের ঘোষনা দিয়ে রেখেছিলো তারা। প্রথম টেস্টের প্রথম দিন সেটি প্রমান করেছে ইংল্যান্ড। ওভার প্রতি ৫ করে রান তুলে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষনা করে দেয় তারা। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানতালে লড়াই করেছে ইংলিশরা। কিন্তু ম্যাচের শেষ ঘন্টায় বাজিমাত করে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লিঁওর ব্যাটিং বীরত্বে ২ উইকেটে জয় পায় অসিরা।
ম্যাচ হারের পর ইংল্যান্ড দলকে  নিয়ে ব্যপক সমালোচনা চলছে । কিন্তু এসব সমালোচনায় কান না দিয়ে, দ্বিতীয় টেস্ট জয়ের হুমকি দিয়ে রাখলেন ক্রলি। টাইমস রেডিওকে এক সাক্ষাৎকারে ক্রলি বলেন, ‘আমার মনে হয় আমরা লর্ডসে জিতবো, ওখানকার উইকেট আমাদের খেলার জন্য মানানসই। আমার মনে হয়ে আমরা জিতবো। জানি না, ১৫০ রানে কিনা?’
প্রথম টেস্টের হার নিয়ে মোটেও চিন্তিত নন ক্রলি। বিনোদন দেয়ার সাথে সাথে জয় পেতে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটের কথা উল্লেখ করলেন ক্রলি, ‘আমরা ফলাফল নিয়ে ভাবি না। জয়-পরাজয় নয়, আমরা ভাবি বিনোদন নিয়ে। অবশ্যই আমরা জয়ের জন্য খেলি। আমরা যে কৌশলে খেলি সেটি ব্র্যান্ডের মান আরও বাড়ায়। জিতলে আকর্ষণ বাড়ে। একটা ম্যাচ ছাড়া এ সপ্তাহে আমরা কিছুই হারাইনি। আমরা সম্মান অর্জন ও অনেক সমর্থনও পেয়েছি। যা খেলার জন্য ভালো।’
প্রথম টেস্টের প্রথম বলেই প্যাট কামিন্সকে কভার দিয়ে চার মেরে রানের খাতা খুলেন ক্রলি। এটি বাজবল পরিকল্পনারই বড় অংশ। প্রথম ইনিংসে ৬১ ও দ্বিতীয় ইনিংসে ৭ রান করেন তিনি। ক্রলি বলেন, ‘অবশ্যই আমার ভাবনার অংশ ছিল। যদি সেখানে থাকি, আমি চেষ্টা করব এবং বাউন্ডারি মারার চেষ্টা করবো ও একটি বার্তা দেবো। চার মারার জন্য এটি ভালো জায়গায় ছিলো এবং হ্যাঁ, আমি ভাগ্যবান, এটি আমার ব্যাটের মাঝে লেগেছিল।’
মিডিয়ায় সমালোচনার চেয়ে দলের জন্য ভালো করার চাপ বেশি অনুভব করেন ক্রলি। তিনি বলেন, ‘মাঠে নামলে এ সব চাপ থাকে না। চাপ থাকে সতীর্থদের জন্য খেলা ও ওপেনার হিসেবে দলকে ভালো শুরু এনে দেওয়ার। ভালো শুরু করা ও দ্রুত রান তোলার চাপ অনুভব করি। মিডিয়ার সমালোচনা বা এমন চাপের চেয়ে দলের জন্য চাপটা বেশি অনুভব করি। এজন্যই আমি বেশি চাপে ছিলাম। কিন্তু আমি দলকে ভালো একটা শুরু এনে দেওয়ার চেষ্টাই করেছি। আমি সব সময়ই ইতিবাচক ছিলাম।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩৫ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৭৯২ রান করেছেন ক্রলি।