বাসস
  ২৫ জুন ২০২৩, ১৭:৫৩

লর্ডসে আরও আগ্রাসী হবেন এন্ডারসন

লন্ডন, ২৫ জুন ২০২৩ (বাসস/এএফপি) : অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্ট হেরে অ্যাশেজে ১-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সিরিজে সমতা আনার লক্ষ্যে আরও বেশি আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছেন ইংলিশদের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। তার মতে, সিরিজে সমতা আনতে হলে আরও ইতিবাচক, আক্রমণাত্মক এবং বিনোদনমূলক ক্রিকেট খেলতে হবে
বার্মিংহামের এডজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট ২ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিনের শেষ ঘন্টায় ব্যাট হাতে চমক দেখান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লিঁও। নবম উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে অসিদের দারুন জয়ের স্বাদ দেন কামিন্স ও লিঁও।
হাতে উইকেট থাকার পরও ম্যাচের প্রথম দিন ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। সমালোচকদের মতে ইংল্যান্ড ইনিংস ঘোষনা করায় লড়াইয়ে টিকে থাকে  অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে মাত্র ১ উইকেট শিকার করা ৪০ বছর বয়সী এন্ডারসন বলেন, ‘আমি মনে করি, আমরা আরও ইতিবাচক, আক্রমণাত্মক, উপভোগ্য ক্রিকেট খেলবো।
তিনি আরও বলেন, ‘এজবাস্টনের মত প্রতিদিন মানুষ যেন খুশি হয়ে বাড়ি ফিরতে পারে  আমরা  সেটা  চেস্টা করবো এবং  নিশ্চিত করতে চাই।’
লন্ডনে একটি বেসবল ম্যাচে উপস্থিত থেকে এন্ডারসন আরও বলেন, ‘আমরা ১-০তে পিছিয়ে আছি তাই বলে, আমরা আলাদা কিছু করার চেষ্টা করবো আমি এমনটা মনে করিনা। আমার মনে হয় আমরা গত সপ্তাহে যথেষ্ট ভালো করেছি। এভাবে খেলতে পারলে ্ওবং  সব কিছু  নিয়ন্ত্রনে রাখতে পারলে আমরা পরের চার ম্যাচ জিততে পারি। আমাদের খেলার  ধরনে কোন পরিবর্তন হবে না।’
 এন্ডারসনের সাথে ঐ বেসবল ম্যাচে উপস্থিতি ছিলেন অস্ট্রেলিয়ার লিঁও। তিনি বলেন, ‘অবিশ্বাস্য এক জয় ছিল এবং এই জয়ে ভূমিকা রাখতে পারা বিশেষ কিছু।’
৩৫ বছর বয়সী লিঁও বলেন, ‘এটি আমার খেলা সেরা টেস্ট ম্যাচগুলোর একটি। মানসিকতা বদলে গেছে। আমাদের অনেক কাজ করতে হবে। আমরা মনে করি, আমরা আরও বেশি ভালো করতে পারি । ইংল্যান্ড যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, এজন্য আমরা যদি তাদের সাথে প্রতিন্দ্বন্দি করতে চাই, তাহলে আমাদের আরও বেশি ভালো করা প্রয়োজন।’