বাসস
  ০১ জুলাই ২০২৩, ১৫:১১

বিশ্বকাপের ম্যাচ নিয়ে কোহলি-বাবরদের বেশি অর্থ দাবি করা উচিত : গেইল

নয়া দিল্লি, ১ জুলাই ২০২৩ (বাসস) : আইসিসির কোন ইভেন্ট বা বিশ^কাপ ম্যাচে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের বেশি অর্থ দাবী করা  উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। তার মতে, ভারত-পাকিস্তান ম্যাচে টিভি সম্প্রচার-স্পন্সর দিয়ে অনেক বেশি অর্থ আয়  হয়। এজন্য এ ম্যাচ থেকে ক্রিকেটারদেরও বেশি অর্থ দাবি করা উচিত।
রাজনৈতিক কারনে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছেন না ভারত-পাকিস্তান ক্রিকেট দল। এজন্য ভারত-পাকিস্তানের ম্যাচের প্রধান ভরসা আইসিসি বা এসিসির ইভেন্ট। এ বছর আইসিসি ওয়ানডে বিশ^কাপে আবারও মুখোমুখি হবে বিশ^ ক্রিকেটের দুই প্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তান।  ম্যাচটি  ঘিরে উত্তেজনা আকাশচুম্বি।
শুধুমাত্র দর্শকদের মধ্যেই নয়, আইসিসি-স্পন্সর, টিভি সম্প্রচারসহ সকলেরই। অন্য সব ম্যাচ মিলিয়ে যে পরিমান অর্থ আয় হয়, এক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তা উসুল হয়ে যায়। এমনটা মনে করেন গেইল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে ৪৩ বছর বয়সী গেইল বলেন, ‘যখনই এই দুই দল খেলে, বিশেষ করে বিশ্বকাপে তখন তাদের বিশাল অঙ্কের রাজস্ব আয় হয়। এই একটি ম্যাচই পুরো আইসিসি ইভেন্টকে সামলে নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘এসব ম্যাচের জন্য ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদেও অনেক বেশি অর্থ দাবি করা উচিত। কারণ টিভিতে এই ম্যাচগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে।’
ভারত-পাকিস্তান ম্যাচের সংশ্লিষ্ট কোন দায়িত্বে থাকলে আরও বেশি অর্থ চাইতেন বলে জানান গেইল। তিনি বলেন, ‘আমি বোর্ড বা আইসিসি নিয়ন্ত্রণ করি না। ঐ অবস্থানে থাকলে আমি আরও বেশি চাইতাম।’
আগামী ওয়ানডে বিশ^কাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন ইউনিভার্স বস গেইল। তিনি বলেন, ‘আমি বিশ^াস করি, বিশ^কাপের মেগা ইভেন্টের সেমিফাইনালে খেলতে পারে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।’
বিশ^কাপের লিগ পর্বে আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ঐ ভেন্যুতে দর্শকদের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।