বাসস
  ০২ জুলাই ২০২৩, ১৫:৫৫

প্রস্তুতির অভাবকে দায়ী করলেন ওয়েস্ট ইন্ডিজের হোপ

হারারে, ২ জুলাই ২০২৩ (বাসস) : আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয়  ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসরে দেখা যাবে না প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথমবার  ওয়ানডে বিশ^কাপের মঞ্চে খেলতে পারবে না ক্যারিবীয়রা। চলমান বিশ^কাপ বাছাই পর্বে গতরাতে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ^কাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে ক্যারিবীয়দের। গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে  ওয়েস্ট ইন্ডিজ।
বাছাই পর্বে ভালো করতে না পারার কারন হিসেবে প্রস্তুতির ঘাটতিকে দায়ী করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। তিনি জানান, আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিলো। সকালে ঘুম থেকে উঠেই ভালো দল হওয়া যায় না, ভালো দল হতে হলে প্রস্তুতি দরকার।
বিশ^কাপ সুপার লিগে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থাকায় বিশ^কাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। বিশ^কাপ বাছাই পর্বের গ্রুপ পর্যায়েও ভালো করতে পারেনি ক্যারিবীয়রা। ৪ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পারে তারা। সেই দু’টি জয় নেপাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় সুপার সিক্সে খালি হাতে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ।
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ^কাপ খেলার আশা শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। কারন সুপার সিক্সে বাকী দুই ম্যাচে জিতলেও, বর্তমানে টেবিলের শীর্ষে থাকা শ্রীলংকা ও জিম্বাবুয়ের ৬ পয়েন্টকে স্পর্শ করতে পারবে না ক্যারিবীয়রা। সুপার সিক্সে দুই ম্যাচ বাকী থাকতেই হৃদয় ভাঙ্গে ১৯৭৫ ও ১৯৭৯ সালের চ্যাম্পিয়নদের।
প্রস্তুতি ছাড়া ভালো দল হওয়া যায় না বলে জানান অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘এখানে আঙুল তোলার মত কেবল একটিই বিষয় নেই। আমরা পুরো টুর্নামেন্টেই নিজেদেরকে হতাশ করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রস্তুতি আরও ভালো হওয়া দরকার। প্রস্তুতি ছাড়া এখানে এসেই ভালো মানের দল হওয়া যায় না। এক সকালে ঘুম থেকে উঠে একটি দুর্দান্ত দল হওয়ার আশা করা যায় না।’
ক্যাচ ও ফিল্ডিং মিসের কারনে বাছাই পর্বের গ্রুপ পর্যায়ে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের ভালো সুযোগ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। সেটিই মনে করিয়ে দিলেন হোপ, ‘ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা হয়েছে, আমাদের আরও বেশি ভালো করতে হবে। আমি মনে করি না, আমরা প্রতিবার শতভাগ দিয়েছি। আমাদের এই বিভাগে আরও বেশি উন্নতি করতে হবে। ক্যাচ বা মিস ফিল্ডিং হবে, এটি খেলার অংশ। কিন্তু আমি মনে করি, প্রতিবার আমরা শতভাগ দিতে পারিনি। অনেক বিষয়েই আমাদের মনোযোগ দিতে হবে। যা আমাদের নিয়ন্ত্রনে আছে, তা নিয়ন্ত্রন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা এখানে খেলছি। ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের জন্য হলেও মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়া নিশ্চিত করতে হবে।’
সুপার সিক্সে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ- ওমান ও শ্রীলংকা।