বাসস
  ০৫ জুলাই ২০২৩, ২০:৩৭
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:৫৭

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই জাহানারা, নতুন মুখ সাথী

ঢাকা, ৫ জুলাই ২০২৩ (বাসস) : ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দলের  বিপক্ষে  টি-টোয়েন্টি  সিরিজের  জন্য ঘোষিত  বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার অভিজ্ঞ জাহানারা আলমের। তিন ম্যাচ  টি-টোয়েন্টি সিরিজের জন্য  আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মারুফা আক্তার এবং দিলারা আক্তারের সাথে দলে ফিরেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী অলরাউন্ডার সালমা খাতুন। তরুণদের খেলার সুযোগ করে দিয়ে পুলে খেলোয়াড়দের সংখ্যা বাড়াতেই শ্রীলংকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিলো সালমাকে।
সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী জাহানারা শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মাত্র ১টিতে খেলেছেন।  জাহানারা ছাড়াও  ভারত সিরিজে দলে জায়গা পাননি  রুমানা আহমেদ।
সদ্য শেষ হওয়া ঢাকা নারী  প্রিমিয়ার লিগে (ডব্লিউডিপিএল) দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ব্যাটার সাথী রানী।
প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন রানী। ৬ ইনিংসে ৫০ দশমিক ৮০ গড়ে ২৫৪ রান করেন। স্ট্রাইক রেট ছিলো ১৫১ দশমিক ১৯। এমন পারফরমেন্সে ইমার্জিং এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দলে থাকলেও ভারত সিরিজে স্ট্যান্ড-বাই তালিকায় আছেন ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা এবং ফারিহা তৃষ্ণা।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 
৯, ১১ এবং ১৩ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৬, ১৯ এবং ২২ জুলাই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানী, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শানজিদা আক্তার মাগলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।
স্ট্যান্ড বাই : ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা, ফারিহা ইসলাম তৃষ্ণা।