বাসস
  ১৬ জুলাই ২০২৩, ১৯:৪৩

গল টেস্ট : আফ্রিদি তোপের পর প্রথম দিন শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান

গল, ১৬ জুলাই ২০২৩ (বাসস) : এক বছর পর বড় ফরম্যাটের ক্রিকেটে ফেরা পাকিস্তানী  পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের পর গল টেস্টের প্রথম দিন শেষে প্রথমে ব্যাট করে ৬৫ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ২৪২ রান করেছে স্বাগতিক শ্রীলংকা। ইনিংসের শুরুতেই ৩ উইকেট নিয়ে শ্রীলংকাকে চাপে ফেলে দেন গেল বছরের জুলাইয়ের পর টেস্ট ক্রিকেট খেলতে নামা আফ্রিদি। এই ইনিংসে প্রথম উইকেট নিয়ে টেস্ট ফরম্যাটে ২৬ ম্যাচে শততম শিকার পূর্ণ করেন আফ্রিদি। বৃষ্টির কারনে আগেভাগেই শেষ হয় ম্যাচের প্রথম দিন। 
সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আফ্রিদির তোপের মুখে পড়ে শ্রীলংকা। নিজের দ্বিতীয় ওভারেই শ্রীলংকার ওপেনার নিশান মাদুশকাকে ৪ রানে শিকার করেন আফ্রিদি। এই শিকারের মাধ্যমে টেস্টে ১শ উইকেট পূর্ণ করেন তিনি। তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে ১২ রানে বিদায় করেন আফ্রিদি। অন্যপ্রান্তে রানের চাকা ঘুড়াতে থাকা আরেক ওপেনার দিমুথ করুনারতœকে নিজের তৃতীয় শিকার বানান আফ্রিদি। আউট হওয়ার আগে  ৬টি চারে ২৯ রান করেন করুনারতেœ।
আফ্রিদির সাথে উইকেট শিকারে মেতে উঠেন আরেক পেসার নাসিম শাহ। চার নম্বরে নামা দিনেশ চান্ডিমালকে ১ রানে থামিয়ে দেন তিনি। এতে ৫৪ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। 
পঞ্চম উইকেটে শক্তহাতে হাল ধরে শ্রীলংকার শুরুর চাপ সামাল দেন  অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা। পাকিস্তানের বোলারদের সাহসের সাথে লড়াই করে শ্রীলংকার রান দেড়শ পার করেন তারা। এসময় দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। 
৪৯তম ওভারের প্রথম বলে ম্যাথুজকে শিকার করে পাকিস্তানকে দারুন এক ব্রেক-থ্রু এনে দেন লেগ স্পিনার আবরার আহমেদ। টেস্ট ক্যারিয়ারের ৩৯তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া ম্যাথুজ ৬৪ রানে বিদায় নেন। ১০৯ বল খেলে ৯টি চার মারেন তিনি। ডি সিলভার সাথে ১৩১ রানের জুটি গড়েন ম্যাথুজ। 
দলীয় ১৮৫ রানে ম্যাথুজ ফেরার পর উইকেটরক্ষক সাদিরা সামারাবিক্রমার সাথে জুটি গড়ার চেষ্টা করেন ডি সিলভা। হাফ-সেঞ্চুরির জুটি গড়ে তাতে সফলও হন তারা। তবে ৬৬তম ওভারে চতুর্থ বলে সামারাবিক্রমাকে শিকার করে জুটি ভাঙ্গেন স্পিনার আঘা সালমান। 
সামারাবিক্রমার আউটের পরই দিনের খেলার ইতি টানেন অন-ফিল্ড আম্পায়াররা। ৫টি চারে ৩৬ রান করেন সামারাবিক্রমা। ১০টি চার ও ৩টি ছক্কায় ১৫৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ১২তম হাফ-সেঞ্চুরি করা ডি সিলভা। 
পাকিস্তানের আফ্রিদি ১৫ ওভারে ৬৩ রানে ৩টি উইকেট নেন। নাসিম-আবরার ও আঘা ১টি করে শিকার করেন।