বাসস
  ১৭ জুলাই ২০২৩, ১৭:৪২

পাকিস্তান বিশ্বকাপে না খেললে সমর্থকদের প্রতি  অবিচার করা হবে : মিসবাহ

করাচি, ১৭ জুলাই, ২০২৩ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান না খেললে, সমর্থকদের সাথে বড় অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন  দেশটির  সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। রাজনৈতিক কারনে ভারতের মাটিতে পাকিস্তানের বিশ^কাপ বয়কটের হুমকির সমালোচনা করেছেন তিনি। একই সাথে  ভারতের মাটিতে নিজের খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি মনোযোগী হতে বলেছেন তিনি।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। ইতোমধ্যে ১০ দলের বিশ^কাপের সূচিও প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক কারনে বিশ^কাপে পাকিস্তান দলের  অংশগ্রহণ এখনও অনিশ্চিত। নিজ দেশের সরকারের সবুজ সংকেত না পেলে ভারত সফরে যাবে না পাকিস্তান দল।
ক্রিকেটের সাথে রাজনীতিকে জড়ানোটা পছন্দ নয় মিসবাহর। সম্প্রতি ভারতের বেসবল দল, ব্রিজ দল পাকিস্তানে খেলেছে। কিন্তু ক্রিকেট দল কেন আসবে না, সেই প্রশ্ন মিসবাহর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে ৪৯ বছর বয়সী মিসবাহ বলেন, ‘যখন দুই দেশ একসাথে অন্য খেলায় অংশ নিতে পারে, তখন ক্রিকেটে কেন নয়। ক্রিকেটকে রাজনীতির সাথে যুক্ত করা হচ্ছে কেন? যারা ভারত-পাকিস্তানের ক্রিকেটকে অনুসরণ করে তাদের প্রতি বড় অবিচার হবে।’
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ম্যাচ খেলবে না ভারত। নিজেদের ম্যাচগুলো শ্রীলংকার মাটিতে আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বাধ্য করেছে ভারত। এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের খেলবে না বলেই বিশ^কাপের বাবর-রিজওয়ানরা ভারতে যাবেনা  না বলে সম্প্রতি হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি।
মাজারির সাথে এক সুরে কথা বলেননি মিসবাহ। তিনি বলেন, ‘অবশ্যই ভারতে গিয়ে পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। আমি ভারতে যত বার খেলেছি, সেখানকার ক্রিকেট উন্মাদনা উপভোগ করেছি। কারণ এটি আপনাকে অনুপ্রেরণা দেয় এবং ভারতের কন্ডিশন আমাদের জন্য উপযুক্ত। ভারতীয় কন্ডিশনে আমাদের ভালো করার ক্ষমতা আছে।’
পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে ১১,১৩২ রান করেছেন মিসবাহ। ভারতের মাটিতে ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। মাঠের বাইরের চিন্তা বাদ দিয়ে খেলোয়াড়দের বিশ^কাপ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন মিসবাহ। তিনি বলেন, ‘খেলার বাইরে কি ঘটছে, তা নিয়ে ভাবা উচিত নয় পাকিস্তানের দলের। ভারতে বিশ্বকাপে ভালো করার মূল চাবিকাঠি হল, নির্দিষ্ট ভেন্যুতে এবং নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সঠিক একাদশ বেছে নেওয়া।’