বাসস
  ২২ জুলাই ২০২৩, ১৫:১৪

ব্রাজিল নিয়ে কখনই কথা বলবো না : আনচেলত্তি

লস এ্যাঞ্জেলস, ২২ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : ব্রাজিল জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ভবিষ্যত নিয়ে কোন ধরনের কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বরং স্প্যানিশ জায়ান্টদের আসন্ন মৌসুমের উপরই তিনি গুরুত্ব দিতে চান।
প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ক্যালিফোর্নিয়ায় রয়েছে। রোজ বোলে আগামীকাল এসি মিলানের সাথে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু করবে গ্যালাকটিকোরা। এ সময় আনচেলত্তি সাংবাদিকদের বলেছেন, ‘আমি আর কখনই ব্রাজিল সম্পর্কে কোন কথা বলবো না। কি হচ্ছে, না হচ্ছে তা নিয়ে কথা বলতে চাইনা। আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং এখন আমি এখানেই আছি।’
দুই সপ্তাহ আগে ব্রাজিলিয়ান কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রডরিগুয়েজ জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হবার পর ৬০ বছর পর প্রথমবারের মত কোন বিদেশী কোচ হিসেবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলে নিয়োগ পেতে যাচ্ছেন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা থেকে এই ইতালিয়ান সেলেসাওদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
কিন্তু আনচেলত্তি বলেছেন ঐ বিষয়টি এখন বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে অন্য কোন বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে আমার চুক্তি রয়েছে। তার আগে অন্য কোন বিষয়ে আলোচনা করতে চাইনা।’
ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের সাথে মাদ্রিদের চুক্তির সম্ভাবনা নিয়েও কোন মন্তব্য করতে রাজী হননি আনচেলত্তি। এ সম্পর্কে তিনি বলেন, ‘এমবাপ্পে একজন খেলোয়াড় যে মাদ্রিদের নয়। যে আমাদের এখানে খেলছে না, এমন একজন খেলোয়াড়ের সম্পর্কে মন্তব্য করা শোভনীয় নয়।’
গত মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিন বছরের চুক্তিতে সৌদি পেশাদার ক্লাব আল-ইত্তিহাদে পাড়ি জমিয়েছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। এমন একজন স্ট্রাইকারকে হারিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করছেন তা নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। এ সময় তিনি বলেন এ্যাটাকিং পজিশনে তাকে বাধ্য হয়েই নতুন চিন্তা করতে হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় ইংলিশ জুড বেলিংহ্যাম ও তুরষ্কের আরডা গুলারকে দলে ভিড়িয়েছেন। এমনকি এখনো বেনজেমার স্থানে তারকা কোন স্ট্রাইকারের আসা বাকি, এমন ইঙ্গিতও অনেকটাই দিয়ে রেখেছেন আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমের জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট।
আনচেলত্তি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে দল ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বেনজেমার মত স্বীকৃত স্ট্রাইকারকে আমরা হারিয়েছি। যাকে আমরা বিশ্বের সেরা ফরোয়ার্ড হিসেবে বিবেচনা করেছি। তিনি ক্লাবের একজন কিংবদন্তী। কিন্তু আমাদের তরুণ  একটি গ্রুপ রয়েছে যাদের নিয়ে আমরা সন্তষ্ট।’
সংবাদ সম্মেলনের পর আনচেলত্তি লস এ্যাঞ্জেলসে প্রথম অনুশীলনের নেতৃত্ব দেন। এ সময় বেশ কিছু সমর্থক তাদের প্রিয় দলকে স্বাগত জানায়।
আগামী ২৬ জুলাই টেক্সাসে ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে রিয়াল। ২৯ জুলাই ডালাসে খেলবে বার্সেলোনার বিরুদ্ধে। স্পেনে ফেরার আগে ২ আগস্ট ফ্লোরিডায় জুভেন্টাসের মোকাবেলা করবে।