সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২০০জন স্থানীয় স্বেচ্ছাসেবক সেন্টমার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযানের কাজ শুরু করেছে। এ অভিযান আজ ও আগামীকাল চলবে। এছাড়াও, দ্বীপের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে গত দুইমাসে সাসটেইনেবিলিটি অ্যালায়েন্সও কাজ করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত দুইমাসে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সংগ্রহ করে অপসারণ করা হয়েছে। নদী ও সমুদ্র দূষণ রোধে জাহাজঘাট থেকে ২৪১ কেজি প্লাস্টিক ও ৮৭ কেজি পলিথিন সংগ্রহ করা হয়। প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সেন্টমার্টিনে ১৪ দশমিক ৩টন এবং কক্সবাজারে ৬৭ দশমিক ৩টন প্লাস্টিক অপসারণ করা হয়েছে।

সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক দূষণ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে  দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা হয়। এ সময়ে গড়ে দৈনিক ১ হাজার ৬৯৪জন পর্যটক দ্বীপে এসেছেন। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কয়েকটি জাহাজকে সতর্ক করা হয় এবং দুইটি জাহাজকে অর্থদণ্ড দেওয়া হয়।

পর্যটক ও স্থানীয়দের সচেতন করতে দ্বীপে তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন ও গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। বিচের পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় বিচ ম্যানেজমেন্ট কমিটির (বিএমসি) অধীনে ১০জন পরিচ্ছন্নতাকর্মী ও ছয়জন লাইফগার্ড সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে একযোগে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার
বদরুদ্দীন উমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
রাজবাড়ীর নুরাল পাগলা মাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
ইরফান আলী গায়ানার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত
রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম
আদালতে আত্মসমর্পণের পর যুবদল নেতা ইসহাক সরকারকে কারাগারে প্রেরণ 
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম 'নতুন কুঁড়ি' : তথ্য সচিব
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : শোকবার্তায় মির্জা ফখরুল
১০