জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন কেন্দ্রের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:৫৮
ছবি : বাসস

জয়পুরহাট, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ক্ষেতলাল উপজেলায় তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট নামক স্থানে ভ্রমণ পিপাসুদের জন্য গড়ে তোলা হলো পর্যটন কেন্দ্র নিঃশব্দ। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী। 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ রায়হান জয় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য এক সম্ভাবনাময় ক্ষেত্র। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও উপযুক্ত পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ সাধারণ জনগণকে স্থানটি রক্ষণাবেক্ষণের আহ্বান জানানো হয়। সেইসাথে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি। 

পর্যটন এলাকাটি আগামীতে আরও দৃষ্টিনন্দন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে বলে স্থানীয় উদ্যোক্তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে কমছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্যে ফিডিং কার্যক্রম নভেম্বরে শুরু হচ্ছে: মহাপরিচালক
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
১০