জয়পুরহাট, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ক্ষেতলাল উপজেলায় তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট নামক স্থানে ভ্রমণ পিপাসুদের জন্য গড়ে তোলা হলো পর্যটন কেন্দ্র নিঃশব্দ। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ রায়হান জয় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য এক সম্ভাবনাময় ক্ষেত্র। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও উপযুক্ত পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ সাধারণ জনগণকে স্থানটি রক্ষণাবেক্ষণের আহ্বান জানানো হয়। সেইসাথে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।
পর্যটন এলাকাটি আগামীতে আরও দৃষ্টিনন্দন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে বলে স্থানীয় উদ্যোক্তারা জানান।