৪০ লাখ বিকাশ অ্যাকাউন্টে বৈধপথে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
রেমিটেন্সসহ বিকাশে নিয়মিত লেনদেন করছেন প্রবাসীরা

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশে থাকা প্রিয়জনদের ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধপথে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারার এই সুবিধা রেমিটেন্স প্রবাহের গতি বাড়িয়েছে। ২০২৩ এর তুলনায় ২০২৪-এ বিকাশ’র মাধ্যমে ৬৫ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল ও রিজার্ভকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। সে লক্ষ্যেই প্রবাসীদের আরো সহজে ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। 

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে সহজেই রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

বিকাশে রেমিট্যান্স পাঠানো বা গ্রহণ করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায়। এক্ষেত্রে বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিট্যান্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।

সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশে এখন রেমিট্যান্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা। 

এছাড়াও, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ২ দিনব্যাপী প্রশিক্ষণ 
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন বেশি প্রাধান্য দেবে: মির্জা ফখরুল
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সহায়তায় মেক্সিকোর লটারি চালু
পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : পরিবেশ উপদেষ্টা
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী
সিএমএইচ-এ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
মেহেরপুরে জুলাই পুনর্জাগরণে শপথ ও আলোচনাসভা 
১০