এপ্রিলের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২১:৩৭

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): ২০২৪-২৫ অর্থবছরে এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবণতা অব্যাহত রেখেছে।

এর আগে মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে প্রায় ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪ সালের পুরো এপ্রিল মাসে দেশে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন ডলার। তার বিপরীতে চলতি বছর এপ্রিলের ২১ দিনের মধ্যেই এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার। সে অনুযায়ী ২১শে এপ্রিল, ২০২৫ তারিখে একদিনে বাংলাদেশ ৮৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২১শে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৪) ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০