ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান আইটি উইক-২০২৫’ (স্প্রিং) জাপানের রাজধানী টোকিওর প্রদর্শনী কেন্দ্র ‘টোকিও বিগসাইট’-এ শুরু হয়েছে।
২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলা এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ছয়টি সদস্য প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে।
মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. তবিবুর রহমান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন।
এবারের জাপান আইটি উইকে বেসিসের সদস্য ছয়টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাফায়ার সলিউশন লিমিটেড, বিজেআইটি লিমিটেড, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেড, টুইনফোর্চ সলিউশন্স লিমিটেড, ফ্রনচার টেকনোলজিস লিমিটেড এবং রেভো ইন্টারেক্টিভ।
বাংলাদেশ থেকে জাপান আইটি উইকে বেসিস-এর অংশগ্রহণে সার্বিক সমন্বয় করছেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. রওশন কামাল জেমস।
বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির এ প্রসঙ্গে বলেন, ‘জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক বড় অর্জন। এই অংশগ্রহণ আমাদের স্টার্ট-আপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।’
জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় অর্জন। এই অংশগ্রহণ কেবল আমাদের স্টার্ট-আপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া, এই আয়োজনের মাধ্যমে জাপানি বিনিয়োগকারী ও অংশীদারদের কাছ থেকে ব্যবসায়িক লিড প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার তথ্যপ্রযুক্তি সহযোগিতাকে আরও দৃঢ় করবে।’
জাপানের এই ট্রেড শোতে অংশগ্রহণকারী বেসিস সদস্যরা স্টলগুলোতে তাদের তথ্যপ্রযুক্তি পণ্য এবং পরিষেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। পাশাপাশি বিনিয়োগকারী-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মিলনমেলা।