টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাফিজুর রহমান 

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৪ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ছবি : সিপিডি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ দেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুযোগ তৈরি করেছে। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বিনিয়োগের পরিসংখ্যানে বৈসাদৃশ্য ছিল। কারণ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মাত্র ১১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছিল। কিন্তু এতে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের আকর্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
১০