টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাফিজুর রহমান 

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৪ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ছবি : সিপিডি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ দেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুযোগ তৈরি করেছে। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বিনিয়োগের পরিসংখ্যানে বৈসাদৃশ্য ছিল। কারণ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মাত্র ১১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছিল। কিন্তু এতে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের আকর্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০