টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাফিজুর রহমান 

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৪ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ছবি : সিপিডি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ দেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুযোগ তৈরি করেছে। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বিনিয়োগের পরিসংখ্যানে বৈসাদৃশ্য ছিল। কারণ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মাত্র ১১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছিল। কিন্তু এতে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের আকর্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল জাতীয় আইনগত সহায়তা দিবস
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে
ট্রাফিক আইন লঙ্ঘনে গত তিন দিনে ডিএমপি’র ৪৫৬৫ মামলা
ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন নিহত, আগুন এখনও জ্বলছে
বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আমির খসরুসহ পাঁচজন
শুল্ক নিয়ে আলোচনা করতে ভিয়েতনাম ও ফিলিপাইন গেছেন জাপানের প্রধানমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লিভ টু আপিল শুনানি আগামী রোববার
ভ্যাটিকান : পোপের শক্তিকেন্দ্র, বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র
শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ৫৩ জনের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন ১২ মে
১০