শুল্ক অনিশ্চয়তার মধ্যেও ‘গঠনমূলক’ বৈঠকের প্রশংসা আইএমএফ প্রধানের

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৫৫ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ২১:০১

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান শুক্রবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈশ্বিক আর্থিক নেতাদের বৈঠকে ‘অসাধারণ গঠনমূলক মনোভাব’ প্রদর্শিত হয়েছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসার পর থেকে শীর্ষ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে শুল্ক আরোপের ঘোষণা ও স্থগিতাদেশ ব্যবসায়ীদের বিভ্রান্ত করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ফলে বাজার অস্থির হয়ে উঠেছে, যা কোভিড-১৯ মহামারীর পর থেকে দেখা যায়নি।

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, বৈঠকে অংশগ্রহণকারী বিশ্বের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অনিশ্চয়তা হ্রাস করার গুরুত্বরোপ করেছেন। সেখানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্ব করেছিলেন।

হোয়াইট হাউজের কাছেই অবস্থিত আইএমএফ সদর দফতরে সাংবাদিকদের জর্জিয়েভা বলেন, বুঝতেই পারছেন, বিশ্বের অর্থমন্ত্রীরা ও গভর্নররা উদ্বিগ্ন। তবে একই সঙ্গে তারা এই বৈঠকগুলোতে অসাধারণ গঠনমূলক মনোভাব প্রদর্শন করেছেন, একত্রিত হয়েছেন এবং বৈশ্বিক মুখোমুখি চ্যালেঞ্জগুলি গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।’ 

জর্জিয়েভা বলেন, রাজনৈতিক নেতারা স্বীকার করেছেন যে বাণিজ্য অনিশ্চয়তা বিলম্বিত সংস্কার মোকাবেলা, স্থিতিস্থাপকতা জোরদার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রবৃদ্ধির সম্ভাবনা উন্নত করে "নিজস্ব ঘর সাজানোর" একটি মুহূর্ত।

জর্জিয়েভা আরো বলেন, আমরা এখনো বেশ চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। রাজনৈতিক নেতারা স্বীকার করেছেন যে এই বাণিজ্য অনিশ্চয়তা তাদের নিজেদের দেশে বিলম্বিত সংস্কার কর্মসূচি গ্রহণ, সহনশীলতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং প্রবৃদ্ধির সম্ভাবনা উন্নত করার একটি সুযোগ। কারণ যখন মানুষ একই ঘরে থাকে, তখন বিমূর্ত নীতিগুলি আরও মানবিক হয়ে ওঠে এবং কথোপকথনকে ভিন্ন করে তোলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০