বিকেএমইএ’র নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৩:৪৯

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের জন্য দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ।

এবারের নির্বাচনে ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ এই ভোটগ্রহণ চলছে। তবে চট্টগ্রামে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও সেখানে কোনো কেন্দ্র স্থাপন করা হয়নি। চট্টগ্রামের ভোটাররা চাইলে ঢাকা বা নারায়ণগঞ্জ কেন্দ্রে ভোট দিতে পারছেন।

এবারের নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৩৫ জন পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি মনোনীত হবেন।

সারা দেশে মোট ৫৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২ জন, ঢাকায় ২২৪ জন, এবং চট্টগ্রামে ৭৬ জন ভোটার রয়েছেন।

ভোটগ্রহণ সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এবার শুধুমাত্র একটি প্যানেল থেকে পূর্ণাঙ্গ ৩৫টি পদের জন্য প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, নির্বাচন কমিশন ঢাকার ভোটকেন্দ্রটি শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নির্ধারণ করে।  পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন করে বিকেএমইএর ঢাকা অফিস প্ল্যানার্স টাওয়ারে তা স্থানান্তর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক বিশ্ব কখনো খুনি ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না : প্রেস সচিব
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে : নাহিদ ইসলাম
মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
সহাবস্থান ও সম্প্রীতি এ জাতির এক সুমহান ঐতিহ্য : তারেক রহমান
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
১০