ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজও সূচক বেড়েছে।
বিনিয়োগকারীরা বড় কোম্পানির শেয়ার কিনেছেন। তাদের মধ্যে আশাবাদ দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২২ পয়েন্টে। গতকাল এটি ছিল ৪ হাজার ৯০২ পয়েন্ট।
লেনদেন তুলনামূলকভাবে কম ছিল। আজ ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৬০ কোটি টাকার মতো। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে (২১ দশমিক ৯ শতাংশ)। এরপর ছিল মিউচুয়াল ফান্ড (১৩ দশমিক ৬ শতাংশ) এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত (১০ দশমিক ৮ শতাংশ)।
সব শেয়ার একভাবে বাড়েনি। কিছু খাতের শেয়ার বেড়েছে, আবার কিছু খাতের শেয়ার কমেছে। মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৬ শতাংশ), সাধারণ বীমা (৩ দশমিক ৪ শতাংশ) ও ব্যাংক খাতে (১ দশমিক ৩ শতাংশ) শেয়ার বেশি বেড়েছে। অন্যদিকে পাট (১ দশমিক ১ শতাংশ), সেবায় (০ দশমিক ৯ শতাংশ) ও সিরামিক খাতে (০ দশমিক ৭ শতাংশ) শেয়ার কমেছে।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি শেয়ারের লেনদেন হয়েছে। তার মধ্যে ১৮৯টির দাম বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫০টি অপরিবর্তিত ছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। সিএসই’র সিলেকটিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) ১৪ দশমিক ৪ পয়েন্ট ও অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) ১৯ দশমিক ২ পয়েন্টে বেড়ে শেষ হয়।