আরও তিনটি আরএমজি কারখানা পেল লিড সনদ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৫৩
প্রতীকী ছবি

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশগত স্থায়িত্বের  প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আরও তিনটি নতুন কারখানা লিড (এলইইডি) সনদ পেয়েছে।

নতুন লিড সনদপ্রাপ্ত তিনটি আরএমজি কারখানা হলো: ১. তাসনিয়া ফ্যাব্রিক্স লিমিটেড, প্রশাসনিক ভবন, নয়াপাড়া, কাশিমপুর, গাজীপুর, বাংলাদেশ ২. তাসনিয়া ফ্যাব্রিক্স লিমিটেড আরএমজি ভবন, নয়াপাড়া, কাশিমপুর, গাজীপুর, বাংলাদেশ ৩. কমফিট গোল্ডেন লিফ, গরাই, মির্জাপুর, টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ।

এই নতুন সংযোজনের মাধ্যমে বাংলাদেশে লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারনমেন্টাল ডিজাইন) সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়াল ২৪৩টি। যার মধ্যে ১০১টি প্লাটিনাম ও ১২৮টি গোল্ড সনদপ্রাপ্ত। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড রেটেড কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা একে বাংলাদেশের জন্য একটি মাইলফলক মুহুর্ত হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি পরিবেশবান্ধব আরএমজি শিল্প গঠনের প্রতি দেশের অঙ্গীকারের শক্ত প্রমাণ।

বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড সনদপ্রাপ্ত কারখানার মর্যাদা অর্জন করেছে তাসনিয়া ফ্যাব্রিক্স লিমিটেড, এডমিন বিল্ডিং। যা লিড-ভি৪ রেটিং সিস্টেমে ১০৭ পয়েন্ট অর্জন করেছে। এটি আগের রেকর্ডধারী এস.এম. সোর্সিংয়ের ১০৬ পয়েন্টকে অতিক্রম করেছে।

বাসস-এর সঙ্গে আলাপকালে বিজিএমইএ’র সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘এই ঐতিহাসিক অর্জন কেবল বাংলাদেশকে বৈশ্বিকভাবে টেকসই শিল্প অনুশীলনের নেতৃত্বে স্থাপন করেনি বরং আরএমজি খাতে সবুজ প্রবৃদ্ধি, জ্বালানি দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদনের কৌশলগত রূপান্তরকেও নির্দেশ করে।’

তিনি আরও বলেন, এই অর্জন বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি উন্নত করবে, নতুন বাজারের সুযোগ সৃষ্টি করবে এবং শুধু পোশাক খাতেই নয়, বরং সব শিল্পখাতেই সবুজ ভবন নির্মাণের নতুন মানদণ্ড স্থাপন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০