২০২৪-২৫ অর্থবছরে বেপজায় ৪৮০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৫৬
ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪-২৫ অর্থবছরে (১৩ মে ২০২৫ পর্যন্ত) ৩২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের এই বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ ভূমিকা আরো সুদৃঢ় করছে।

এই বৃহৎ বিনিয়োগ প্রবাহের অংশ হিসেবে আজ মঙ্গলবার চীনের কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড এর সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। প্রতিষ্ঠানটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক কারখানা স্থাপন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বেপজা কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড’র চেয়ারম্যান  সং সিলিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৫২ লাখ ৫০ হাজার ডজন পলিব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ তৈরি করবে যেখানে ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০