সপ্তাহের শেষের দিকে চাঙ্গাভাব অব্যাহত রেখেছে মার্কিন শেয়ারবাজার

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:৫৮ আপডেট: : ১৭ মে ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা হ্রাসের পর অব্যাহত আশাবাদের মাঝে শুক্রবার ওয়াল স্ট্রিটের স্টকগুলো চাঙ্গাভাব অব্যাহত রেখেছে।

নিউইয়র্ক থেকে এএফপি জানিয়েছে, বাজার বিশ্লেষকরা আশা করছেন যে আরও বাণিজ্য চুক্তি হবে, যা শেয়ারবাজারে আরও প্রবৃদ্ধির পথ তৈরি করবে। এপ্রিলের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকহারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই চুক্তিগুলো সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এফএইচএন ফাইন্যান্সিয়ালের ক্রিস লোও মুদ্রাস্ফীতির তথ্যের ওপর ক্রমবর্ধমান স্বস্তির অনুভূতির দিকে ইঙ্গিত করে বলেছেন যে, ট্রাম্পের শুল্কের ফলে মূল্য চাপ পুনরায় বৃদ্ধি পাবে এই উদ্বেগ মোকাবেলায় সহায়তা করেছে।

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ০.৮ শতাংশ বেড়ে ৪২,৬৫৪.৭৪ এ শেষ হয়েছে।

বিস্তৃত-ভিত্তিক এস এ্যন্ড পি  ৫০০ ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৯৫৮.৩৮ এ দাঁড়িয়েছে, যেখানে প্রযুক্তি-সমৃদ্ধ  নাসডাক কম্পোজিট সূচক ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯,২১১.১০ এ দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীরা মূলত মিশিগান বিশ্ববিদ্যালয়ের দুর্বল ভোক্তা অনুভূতির তথ্যকে উপেক্ষা করেছেন যা ভোক্তাদের জন্য ‘নিরাশাজনক’ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং উচ্চ মুদ্রাস্ফীতির প্রত্যাশা প্রতিফলিত করে।

লো আরও উল্লেখ করেন যে ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের সংসদ ভবন) এই প্রক্রিয়া সর্বক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না। ওয়াশিংটনে ট্রাম্পের রাজস্ব ও বাজেট সংক্রান্ত আইন পাস হওয়া নিয়েও উদ্বেগ রয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, টেক-টু ইন্টারেক্টিভ তার নতুন "গ্র্যান্ড থেফট অটো" ভিডিও গেমের লঞ্চ বিলম্বের সাথে যুক্ত ৩.৫৫ বিলিয়ন ডলার এককালীন খরচ ঘোষণা করার পরে ২.৪ শতাংশ হ্রাস পেয়েছে। গেম ডেভেলপার সম্প্রতি উন্মোচনের সময়সীমা ২০২৬ সালের মে মাসে পিছিয়ে দিয়েছে।

অ্যাপ্লেড ম্যাটেরিয়ালস সেমিকন্ডাক্টর কোম্পানির দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশার কারণে ৫.৩ শতাংশ হ্রাস পেয়েছে।

কিন্তু বৃহস্পতিবার স্বাস্থ্য দৈত্যটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের খবর প্রকাশিত হওয়ার পর ইউনাইটেডহেলথের শেয়ারের দাম আংশিকভাবে ৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০