ইউএস স্টিল ও নিপ্পন স্টিলের অংশীদারিত্ব অনুমোদন করেছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৩৭

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে অংশীদারিত্ব অনুমোদন করেছেন। কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত শর্তাবলিতে সম্মত হওয়ার পর এই অনুমোদন দেন তিনি।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ইউএস স্টিল ও নিপ্পন স্টিল ১৪.৯ বিলিয়ন ডলারের একটি একীভূতকরণ পরিকল্পনা ঘোষণা করেছিল। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সম্পদের বিদেশি মালিকানাকে ঘিরে একটি দীর্ঘমেয়াদি বিতর্ক শুরু হয়।

তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তার শেষ সময়ে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এই অধিগ্রহণ আটকে দেন। ট্রাম্পও প্রথমে এই পরিকল্পনার বিরোধিতা করেন এবং দাবি তোলেন ইউএস স্টিল যেন যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকে। তবে গত মে মাসে ‘অংশীদারিত্ব’ ভিত্তিক একটি সমঝোতার পক্ষে অবস্থান নেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইউএস স্টিল যুক্তরাষ্ট্রেই থাকবে ও এর সদর দপ্তর পিটসবার্গ শহরেই থাকবে। 

ইউএস স্টিল ও নিপ্পন স্টিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রাম্প ঐতিহাসিক এই অংশীদারিত্ব অনুমোদন করেছেন, যা যুক্তরাষ্ট্রে ইস্পাত শিল্পে অভূতপূর্ব বিনিয়োগ আনবে এবং এক লাখের বেশি চাকরি রক্ষা ও তৈরি করবে।’

 এছাড়া তারা জানায়, এই অংশীদারিত্বের অংশ হিসেবে  যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি ‘জাতীয় নিরাপত্তা চুক্তি (এনএসআই) স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় ২০২৮ সালের মধ্যে প্রায় ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে এই নিরাপত্তা চুক্তির বিস্তারিত দেয়া হয়নি, তবে তিনি উল্লেখ করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি ভবিষ্যতে আরও নির্দেশনা দিতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ‘বিদেশি বিনিয়োগ পর্যালোচনা কমিটি" (সিএফআইইউএস)-এর পর্যালোচনার পর এই ঘোষণাটি এসেছে। যারা বিদেশি কোম্পানির মার্কিন কোম্পানি অধিগ্রহণে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০