মধ্যপ্রাচ্যের সংঘাতে সতর্ক বিনিয়োগকারীরা, ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে বড় পতন

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৩:২৭

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি অভিযানের জবাবে ইরান পাল্টা হামলা শুরু করার পর শুক্রবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। সেখানে তেলের দাম বাড়লেও বেশিরভাগ খাতের শেয়ারই নিম্নমুখী ছিল।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, যেখানে তেল উৎপাদক ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার উত্থান দেখেছে, সেখানে সপ্তাহান্তের আগে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করেছে। ফলে বড় সূচকগুলো সারা দিন ধরেই নেতিবাচক ধারায় ছিল।

বি. রাইলি ওয়েলথ-এর প্রধান বাজার কৌশলবিদ আর্ট হোগান বলেন, মে মাস ও জুনের শুরুতে বাজার ভালো পারফর্ম করেছিল। এখন বিনিয়োগকারীরা কিছুটা লাভ তুলে নিচ্ছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডাও জোন্স ইনডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১.৮ শতাংশ কমে ৪২,১৯৭.৭৯ পয়েন্টে বন্ধ হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫,৯৭৬.৯৭ পয়েন্টে এবং টেকনোলজিভিত্তিক নাসডাক কম্পোজিট ১.৩ শতাংশ পড়ে হয়েছে ১৯,৪০৬.৮৩ পয়েন্ট।

বিশ্লেষকরা জানান, শুক্রবারের বিক্রয় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত এবং আতঙ্কজনক নয়।

ইন্টারঅ্যাকটিভ ব্রোকার্সের স্টিভ সসনিক বলেন, ‘বিনিয়োগকারীরা কিছুটা ঝুঁকি কমাচ্ছে, তবে এটি কোনো আতঙ্কজনক বিক্রির লক্ষণ নয়।’ 

তিনি আরও বলেন, ‘বাজার এখন অপেক্ষা করছে সপ্তাহান্তে কী ঘটে, কারণ পরিস্থিতি খুবই অস্থির ওপরিবর্তনশীল।’

এদিকে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর ক্রেডিট কার্ড ও পেমেন্ট কোম্পানিগুলোর ওপর চাপ পড়ে। যেখানে বলা হয়েছে, ওয়ালমার্ট ও অ্যামাজন নিজেদের স্টেবলকয়েন চালুর বিষয়টি বিবেচনা করছে। যা প্রচলিত পেমেন্ট পদ্ধতির জন্য হুমকি হতে পারে।

ফলে ভিসা ও পেপ্যালের শেয়ার প্রায় ৫ শতাংশ কমেছে এবং আমেরিকান এক্সপ্রেস ৩.৪ শতাংশ হারিয়েছে। অন্যদিকে, অ্যাডোবি ৫.৩ শতাংশ পড়ে গেছে, যদিও কোম্পানিটি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ সত্ত্বেও রাজস্ব প্রবৃদ্ধি আশানুরূপ না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ।

তবে, ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষিতে তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়ে যায়। যার ফলে হ্যালিবার্টন ৫.৫ শতাংশ এবং কোনোকোফিলিপস শেয়ারমূল্য ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০