আরও ৪টি আরএমজি কারখানা পেল লিড সনদ

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:৪০ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশগত স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আরও ৪ টি আরএমজি কারখানা লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারনমেন্টাল ডিজাইন, এলইইডি) সনদ পেয়েছে। 

লিড সনদপ্রাপ্ত নতুন আরএমজি কারখানাগুলো হল: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ফুকুরিয়ায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড। কারখানাটি ৯৬ পয়েন্ট অর্জন করে লিড প্ল্যাটিনাম সনদ পেয়েছে।

নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়ায় অবস্থিত আমানত শাহ ফ্যাব্রিক্স লিমিটেড-ওভেন কম্পোজিট ইউনিট ৮২ পয়েন্ট অর্জন করে লিড প্ল্যাটিনাম সনদ পেয়েছে।

গাজীপুরের টঙ্গীর রাজনগর, সাতৈশ রোডে অবস্থিত কটন ফিল্ড বিডি লিমিটেড - প্রোডাকশন বিল্ডিং, মোট ৮৩ পয়েন্ট অর্জন করে লিড প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে।

ঢাকার উত্তরখানের চোনপাড়ায় অবস্থিত কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড, কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড ৬২ পয়েন্ট নিয়ে লিড গোল্ড সনদ অর্জন করেছে।

এই নতুন সংযোজনের মাধ্যমে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা এখন ২৪৮টি। যার মধ্যে ১০৫টি প্লাটিনাম ও ১২৯টি গোল্ড সনদপ্রাপ্ত। 

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, বাংলাদেশ এখন গর্বের সাথে বিশ্বের শীর্ষ ১০টির মধ্যে ৯টি এবং শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ৬৮টি কারখানার মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০