ঈদের ছুটির পর শেয়ারবাজার ইতিবাচক ধারায় শুরু হয়েছে 

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:২৯ আপডেট: : ১৫ জুন ২০২৫, ২১:০২

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) :  ঈদুল আজহার ১০ দিনের বিরতির পর প্রথম কার্যদিবসে উর্ধ্বমুখী ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। নির্দিষ্ট কয়েকটি বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে।

আজ রোববার বেঞ্চমার্ক ডিএসইএক্স সূচক ১৪.৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৪ পয়েন্টে পৌঁছেছে, যা গত ৪ জুনের শেষ কার্যদিবসে ছিল ৪ হাজার ৭০৯ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা পর্যবেক্ষণ করেছেন, দিনের শুরুতে বাজারে কিছুটা মন্দাভাব থাকলেও তা দ্রুত কাটিয়ে ওঠে। লেনদেনের পুরো সময়জুড়ে ক্রেতাদের আধিপত্য বজায় থাকে।

বিশ্লেষকরা মনে করছেন, পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কিছুটা কমে আসায় বাজারে ইতিবাচক সাড়া দেখা গেছে। 

লেনদেন বেড়ে ২৬৩ কোটি টাকায় পৌঁছেছে, যা ছুটির আগের শেষ কর্মদিবসের ছিল ২২৪ কোটি টাকা। ১৪৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৭৯টি কমেছে এবং ৬৮টি অপরিবর্তিত রয়েছে।

ওষুধ, ব্যাংকিং ও খাদ্য খাতের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। তবে টেক্সটাইল, বীমা ও ইঞ্জিনিয়ারিং শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

খাদ্য ও সংশ্লিষ্ট খাত লেনদেনে নেতৃত্ব দিয়েছে, যার পরিমাণ ৫১ কোটি ৯০ লাখ টাকা বা মোট লেনদেনের ২০.৫২ শতাংশ। এরপর ব্যাংকিং খাতের শেয়ারের পরিমাণ ১৩.৪৮ শতাংশ, ওষুধ ও রাসায়নিকের শেয়ারের অবদান ১৩.৩২ শতাংশ।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দেশ গার্মেন্টস ও বিচ হ্যাচারি। অন্যদিকে দর হারানোর শীর্ষে চলে আসে ফিনিক্স ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও আনলিমা ইয়ার্ন।

বন্দর নগরীর চট্টগ্রামের শেয়ারবাজারও ইতিবাচক অবস্থানে রয়েছে। সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) ও অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) যথাক্রমে ২৪.৬ পয়েন্ট এবং ৪৫.৪ পয়েন্ট বেড়েছে।

ঈদের ছুটির জন্য ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত পুঁজিবাজার বন্ধ ছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পুঁজিবাজার খোলে রোববার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০