ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলের শ্রীলঙ্কা সফর

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ২২ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল আজ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে  প্রতিনিধিদলের এই চার দিনের সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সফরের মাধ্যমে প্রতিনিধিদলটি শ্রীলঙ্কায় নতুন ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনাও অনুসন্ধান করবে।

সফরকালে ডিসিসিআই প্রতিনিধিরা সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোর্টার্স অব শ্রীলঙ্কা, ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কা এবং ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অব শ্রীলঙ্কার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ব্যবসায়িক ফোরাম ও ব্যবসায়িক মিলনমেলার (বি-টু-বি ম্যাচ মেকিং) বৈঠকে অংশ নেবেন।

এছাড়াও প্রতিনিধিদলটি শ্রীলঙ্কার শিল্পমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-অর্থমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার। বিদ্যমান অবস্থা বিবেচনায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, পর্যটন ও আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন ও শিল্প, নির্মাণ ও অবকাঠামো, লজিস্টিকস ও সাপ্লাই চেইন, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং আর্থিক সেবার মতো সম্ভাবনাময় খাতে শ্রীলঙ্কার একক ও যৌথ বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০