আইসিএসবি’র সভাপতি নির্বাচিত হলেন নাসিমুল হাই

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:১০
এম. নাসিমুল হাই। ছবি : বাসস

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এম. নাসিমুল হাই।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গতকাল সোমবার অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় নাসিমুল হাই সভাপতি নির্বাচিত হয়েছেন। 

এর আগে তিনি ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইনস্টিটিউটের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এ ছাড়াও তিনি ২০১০-২০১৩ মেয়াদের জন্য ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ সালে তিন মেয়াদে এর কোষাধ্যক্ষ ছিলেন।

নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও তিনি অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০