আইসিএসবি’র সভাপতি নির্বাচিত হলেন নাসিমুল হাই

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:১০
এম. নাসিমুল হাই। ছবি : বাসস

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এম. নাসিমুল হাই।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গতকাল সোমবার অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় নাসিমুল হাই সভাপতি নির্বাচিত হয়েছেন। 

এর আগে তিনি ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইনস্টিটিউটের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এ ছাড়াও তিনি ২০১০-২০১৩ মেয়াদের জন্য ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ সালে তিন মেয়াদে এর কোষাধ্যক্ষ ছিলেন।

নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও তিনি অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০