ডিএসইর ৩৯৬ কোম্পানির শেয়ার লেনদেন ৩২৭ কোটি ৮৩ লাখ টাকা

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৭:৪৪ আপডেট: : ১৮ জুন ২০২৫, ১৯:৪৯

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ ৩২৭ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৫১৭ টাকা। এতে ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৪৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। 

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৭ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৪৭৭৬ দশমিক ৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ১৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১৭৮৭ দশমিক ৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১০৪২ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার।              

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিচ হ্যাচারি, তৌফিকা ফুড, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, অগ্নি সিস্টেম, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন ও বিএটিবিসি। 

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, এপেক্স ফুডস, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, ওয়াটা কেমিক্যাল, অ্যাম্বি ফার্মা, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স ও সামিট পাওয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফার্স্ট ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এসকে ট্রিমস, ইসলামি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, এসিআই, এমারেল্ড অয়েল ও জিআইবি।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫১৪০৬০৬০৯৩৮১.০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০