চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি করা হলে পোশাক শিল্প ক্ষতির সম্মুখীন হবে : বিজিএমইএ

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২১:৩২

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির(বিজিএমইএ) নব-নির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি করা হলে পোশাক শিল্প ক্ষতির সম্মুখীন হবে।

বিজিএমইএ’র নব-নির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেন। 
তিনি বলেন, ২০২০ সালের করোনা পরবর্তী সময় থেকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাত বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে। পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থা, চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ, ইসরাইল-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন দেশে বর্ধিত শুল্ক আরোপের ফলে বর্তমানে দেশের গার্মেন্টস শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, জুলাই ’২৪ গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশি-বিদেশি অপপ্রচারকারী শক্তি ষড়যন্ত্রমূলকভাবে শ্রম অসন্তোষসহ নানাবিধ সমস্যা সৃষ্টি করায় এ শিল্প বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তথাপি সীমাহীন প্রতিকূলতা সত্ত্বেও পোশাক শিল্পের উদ্যোক্তাগণ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিযোগিতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বন্দরে ট্যারিফ বৃদ্ধি করা হলে রপ্তানিমুখী তৈরি খাত শিল্পের জন্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং এই পোশাক শিল্প টিকে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।

বর্তমান পরিস্থিতিতে জাতীয় রপ্তানির বৃহত্তর স্বার্থ বিবেচনা ও রপ্তানিমুখী শিল্পের স্বার্থে বন্দরে ট্যারিফ বৃদ্ধির মত ক্ষতিকর সিদ্ধান্ত না নেয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ নেতা সেলিম রহমান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০