দক্ষতার সাথে বাজেট বাস্তবায়নের আহ্বান সিপিডির 

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:২৩

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট দক্ষতার সাথে বাস্তবায়নের ওপর জোর দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বেসরকারি গবেষণা সংস্থাটির মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বাজেট বাস্তবায়নের অগ্রগতি মধ্যবর্তী পর্যায়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনে সংশোধনী আনা উচিত।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সিপিডি বাজেট সংলাপ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থাটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে।

অনুষ্ঠানে পাওয়ার এন্ড পার্টিসিপেশেন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক  সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), অগ্রণী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

ড. ফাহমিদা খাতুন বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে কর ছাড়, বিভিন্ন খাতের জন্য বরাদ্দ ও প্রণোদনা এবং ক্ষতিকর কর্মকাণ্ডে অধিক কর আরোপ।

তিনি আরও বলেন, ‘একটি ইতিবাচক পদক্ষেপ হচ্ছে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয় সীমা ৫ লাখ ২৫ হাজার  টাকা নির্ধারণ করা। নতুন করদাতাদের জন্য এক হাজার টাকা ন্যূনতম কর নির্ধারণ করাও করভিত্তি সম্প্রসারণের একটি ভালো উদ্যোগ।’

তিনি ফাহমিদা খাতুন  বলেন, ‘যুব ও কর্মসংস্থান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি করা অন্তর্বর্তীকালীন সরকারের  একটি প্রশংসনীয় পদক্ষেপ। 

তিনি আরও বলেন, ‘ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৪২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২৪-২৫ এর সংশোধিত বাজেটের তুলনায় ৫৩ দশমিক ২ শতাংশ বেশি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য  বরাদ্দ ৪৩৮ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ বেশি। এবারের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০