আইসিসিবি-ব্রিটিশ হাই কমিশনার বৈঠক : দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:৫০

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আজ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এবং নির্বাহী বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের দীর্ঘদিনের শক্তিশালী ও গতিশীল সম্পর্কের কথা উল্লেখ করেন। যা ঐতিহাসিক বন্ধন, জনগণ-পর্যায়ের গভীর যোগাযোগ এবং দৃঢ় বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি যুক্তরাজ্যকে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি বাংলাদেশের আর্থিক সেবা, জ্বালানি এবং শিক্ষা খাতে ব্রিটিশ কোম্পানিগুলোর সক্রিয় উপস্থিতির কথা তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের আশা প্রকাশ করেন।

হাই কমিশনার সারাহ কুক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাজ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে রয়ে গেছে এবং ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) এর আওতায় বাংলাদেশের পণ্যের জন্য ২০২৯ সাল পর্যন্ত ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে হাই কমিশনার উল্লেখ করেন । ২০২৯ সালের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য এই স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে, যার মধ্যে তৈরি পোশাক অন্যতম।

ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র হিসেবে হাই কমিশনার উচ্চশিক্ষা, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বিমান চলাচল খাতের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও তাদের পণ্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকার সহজ করতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। 

বৈঠকে আইসিসি বাংলাদেশের প্রতিনিধিরা দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রবর্তনে যুক্তরাজ্যকে আরও সহায়তার আহ্বান জানান।

বৈঠকে আইসিসিবি’র সহ-সভাপতি এ কে আজাদ ও নাসের এজাজ বিজয় এবং নির্বাহী বোর্ড সদস্য আব্দুল হাই সরকার, আফতাব উল ইসলাম, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মো. ফজলুল হক, মীর নাসির হোসেন, সাঈদ আহমেদ, শওকত আজিজ রাসেল, সিমিন রহমান, ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমি) আলী, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার এবং আইসিসিবি’র মহাসচিব আতাউর রহমান উপস্থিত ছিলেন। 

আইসিসিবি হাই  বৃটিশ হাই কমিশনারের উদ্যোগকে স্বাগত জানান এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পর্যায়ের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) সাইয়াব আমল আহমেদ, আইসিসি বাংলাদেশের জেনারেল ম্যানেজার অজয় বিহারী সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা শাহনেওয়াজ লতিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০