রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:২১

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস): জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শনিবার তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চুক্তির আওতায় জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) তহবিল থেকে জাইকা প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা সমপরিমাণ ঋণ দেবে বাংলাদেশকে।

জয়দেবপুর-ঈশ্বরদী রুটে প্রায় ১৬২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল লাইনের প্রকল্পটি বাস্তবায়িত হলে, ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ এবং পরিবহণ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এ প্রকল্প যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনাও কাজে লাগাতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষরকালে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন অভিযাত্রায় জাইকার সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, জাপানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০