রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:২১

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস): জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শনিবার তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চুক্তির আওতায় জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) তহবিল থেকে জাইকা প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা সমপরিমাণ ঋণ দেবে বাংলাদেশকে।

জয়দেবপুর-ঈশ্বরদী রুটে প্রায় ১৬২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল লাইনের প্রকল্পটি বাস্তবায়িত হলে, ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ এবং পরিবহণ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এ প্রকল্প যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনাও কাজে লাগাতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষরকালে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন অভিযাত্রায় জাইকার সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, জাপানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০