বিনিয়োগকারীবান্ধব নতুন ওয়েবসাইট চালু করলো বিডা

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন ডিজাইনের বিনিয়োগকারীবান্ধব ওয়েবসাইট চালু করেছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই অনলাইন প্ল্যাটফর্মটি দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

তথ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, নতুন ওয়েবসাইটে বিডার ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপ’-এ চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিনিয়োগ সংস্থাগুলোর নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্যও যুক্ত করা হয়েছে।

বিডার লোগোটিও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরোনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টাল। সেটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযোগী ছিল না। নতুন এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীবান্ধব সেবা মডেলের প্রতি বিডার অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। এটি স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে চাই, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে উঠছে।

প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সেই দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার ওয়েবসাইট ঘেঁটে সম্ভাব্য খাত নির্ধারণ ও শর্টলিস্ট করেন। তাই এমন একটি প্ল্যাটফর্ম বিনিয়োগ সংক্রান্ত তথ্য, প্রশ্নের উত্তর এবং প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো বিনিয়োগকারী একটি নির্দিষ্ট দেশকে বিবেচনায় আনবেন কি না, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যের ওপর।

তিনি আরো বলেন, এই কারণেই বিডার নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে বিনিয়োগকারীদের সম্ভাবনা অনুসন্ধান, বাজার বিশ্লেষণ এবং শেষ পর্যন্ত সফলভাবে বিনিয়োগ বাস্তবায়নের প্রতিটি ধাপ বিবেচনায় রেখে। এর মাধ্যমে একজন বিনিয়োগকারী সহজেই বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০