ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আসাদুর রহমানের যোগদান

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে সোমবার যোগদান করেছেন মোহাম্মদ আসাদুর রহমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে যে, মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালে ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদান করেন। 

পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল উপ-মহাব্যবস্থাপক হিসেবে এবং ২০১৭ সালের  ২৭ এপ্রিল থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 
এ সময়ে তিনি বোর্ড এবং কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগ, টিআরইসি অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 
এছাড়াও তিনি জুন ২০১৯ থেকে জানুয়ারী ২০২০ পর্যন্ত বাজার উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে পণ্য ও বাজার উন্নয়ন বিভাগ, এসএমই এবং ওটিসি বিভাগ, গবেষণা ও তথ্য বিভাগ এবং বাজার পরিচালনা (এমওপিএস) বিভাগেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

আসাদুর রহমান ডিএসই ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং ডিএসইর নাসডাক এবং ফ্লেক্সট্রেডের নতুন সিস্টেম প্রকল্পের মূল দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। 

এছাড়াও তিনি ডব্লিউএফই -এর পূর্ণ সদস্যপদ অর্জন, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নির্বাচন এবং শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার মূল দলেরও একজন সদস্য ছিলেন। 

তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জ, সাংহাই ফিউচার এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মালদ্বীপ স্টক এক্সচেঞ্জ, জার্মান স্টক এক্সচেঞ্জ সহ বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানের সাথে বৈঠক ও সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি আইভিএলপি অ্যালামনাই-এর একজন সদস্য।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক যোগদানের পর তিনি প্রধান পরিচালন কর্মকর্তার কর্তব্যের পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০