দিনাজপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের হিলি স্থলবন্দরে ব্যবসায়ীরা বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, শারদীয় দুর্গাপূজায় ভারতে হিন্দু সম্প্রদায়ের অনেক আনুষ্ঠানিকতা থাকে। এ কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ওই ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস বিভাগের দাফতরিক কার্যক্রম চলমান থাকবে। একই সাথে আমদানিকারকেরা বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে পারবেন। আমদানিকারকদের এসব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজায় ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।