ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সম্প্রতি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা উন্নয়ন অফিস (বিডিও) স্থাপন করা হবে।
এক বিবৃতিতে জানানো হয়, এই বিডিওর মাধ্যমে এইচএসবিসি ওই অঞ্চলে কর্মরত স্থানীয় ও বিদেশী উভয় বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা দেবে।
প্রতিযোগিতামূলক উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশের অগ্রগতিকে সহজতর করতে এইচএসবিসির অব্যাহত সহযোগিতার অংশ এটি।
অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় ও বিদেশী উভয় বিনিয়োগকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আধুনিক ব্যাংকিং ও আর্থিক সমাধানের জন্য বিডিও একটি ওয়ান-স্টপ অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করবে।
কোর ব্যাংকিং ছাড়াও বিডিও ট্রেড ফাইন্যান্স এবং নগদ ব্যবস্থাপনাকে আরো সহজ করবে। বিনিয়োগকারীদের আন্তঃসীমান্ত লেনদেন নির্বিঘ্নে পরিচালনায় সহায়ক হবে এটি।
দেশজুড়ে বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ছয়টি বিডিও রয়েছে। এর পাশাপাশি নতুন বিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এইচএসবিসি গ্রাহক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা দেবেশ মাথুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তারেক হোসেন, বেপজার উপ-পরিচালক (বিনিয়োগ প্রচার) উম্মে হানি ইসলাম, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান আহমেদ রবিউল হাসান, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং প্রধান ওমর শরীফ, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের কর্পোরেট সার্ভিসেস প্রধান আবদুল্লাহ আল মামুন এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট মীর আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির বলেন, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের বিডিও প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগকারীরা সহায়তা পাবেন এবং এই অঞ্চলে আরো বেশি বাণিজ্য ও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করবে।
হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা দেবেশ মাথুর বলেন, বেপজার তত্ত্বাবধানে আমাদের মিরসরাইয়ে বিডিও চালু বাংলাদেশের প্রতি এইচএসবিসি’র প্রতিশ্রুতিরই আরেকটি উদাহরণ।
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান আহমেদ রবিউল হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পেরে এবং বিশ্বব্যাপী রপ্তানিকারক ও প্রস্তুতকারকদের সেরা বাণিজ্যিক সেবা প্রদানে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।