
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত কাঁচামাল ও পণ্য রক্ষার জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।
গত ১৮ অক্টোবর ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ আমদানি কার্যক্রম ব্যাহত হয়।
সংকট কাটিয়ে উঠতে এবং রপ্তানি সরবরাহ শৃঙ্খল সুষ্ঠুভাবে চলমান রাখতে সমিতি দু’টি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩-এ একটি অস্থায়ী ‘রাব হল’ গুদাম স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএ ইতোমধ্যেই একটি সরবরাহকারীকে অস্থায়ী কাঠামো নির্মাণের চুক্তি করেছে। এটি সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
গত ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম উভয় সমিতির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে দেখা করেন। পোশাক শিল্পের স্বার্থ রক্ষার জন্য এই যৌথ উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের পূর্ণ সহযোগিতায় নিরবচ্ছিন্ন আমদানি ও রপ্তানি কার্যক্রম বজায় রাখার জন্য বিজিএমইএ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সমিতি আস্থা প্রকাশ করেছে যে, এই যৌথ পদক্ষেপ কার্যকরভাবে আমদানিকৃত পণ্যের সুরক্ষা দেবে এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখবে।